বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

পল্লবীতে শিশুমৃত্যু : সন্দেহের তীর সৎ মায়ের দিকে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ মে, ২০২১, ৭:১৮ পিএম

মাথায় আঘাত পেয়ে রাজধানীর পল্লবীতে সোহানা (৯) নামে এক শিশু মারা গেছে। এ ঘটনায় শিশুটির সৎ মা পারভীনকে (৩০) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। তবে এটি হত্যাকাণ্ড না দুর্ঘটনা, তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। শুক্রবার (২৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর-১১ আদর্শনগর দুই নম্বর প্লট ৪ নম্বর গলিতে এ ঘটনা ঘটে।

পল্লবী থানার ওসি পারভেজ ইসলাম বলেন, সোহানা কয়েক মাস আগে গাছ থেকে পড়ে মাথায় আঘাত পেয়েছিল।

তিনি বলেন, সেই আঘাতের জায়গা থেকে রক্তক্ষরণ হয়ে তার মৃত্যু হয়েছে। কিন্তু সোহানা আবার পরে গিয়ে মাথায় আঘাত পেয়েছে, নাকি কেউ তাকে আঘাত করায় রক্তক্ষরণ হয়েছে তা আমরা জানার চেষ্টা করছি।

তিনি বলেন, এখনো বিষয়টি পরিষ্কার নয়। আমরা এ ঘটনায় সোহানার সৎ মা পারভীনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় এনেছি। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। এরপর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হবে। এ বিষয়ে আমাদের তদন্ত চলছে।

তিনি আরও বলেন, নিহতের মামা অর্থাৎ সোহেলের প্রথম স্ত্রী কুলসুমের ভাই নূর হোসেন এটা হত্যাকাণ্ড বলে আমাদের কাছে অভিযোগ করেছেন। তার অভিযোগও আমরা ক্ষতিয়ে দেখছি। অভিযোগের সত্যতা পেলে থানায় মামলা দায়ের হবে পারভীনের বিরুদ্ধে ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন