বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

ভারতে গুলিবিদ্ধ সেই টিকটক হৃদয়

ভিডিও দেখে হাতিরঝিল থানায় মামলা নির্যাতনকারী ৫ জন ভারতে গ্রেফতার, আনা হবে দেশে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ মে, ২০২১, ১২:০৪ এএম

সম্প্রতি ভারতের কেরালা রাজ্যে নিয়ে বাংলাদেশি তরুণীকে যৌন নির্যাতনের ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। তাদের দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগ। গ্রেফতারদের মধ্যে বাংলাদেশি তরুণ রিফাতুল ইসলাম হৃদয় ওরফে টিকটক হৃদয় গুলিবিদ্ধ হয়েছে বলে জানা গেছে। যৌন নির্যাতনের ঘটনা চাঞ্চল্য ছড়ানোর পর জড়িতদের গ্রেফতার অভিযানের মধ্যে পালানোর চেষ্টাকালে টিকটক হৃদয়ের পায়ে গুলি করে বেঙ্গালুরু পুলিশ। হৃদয় সেখানকার একটি স্থানীয় হাসপাতালে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, ভিডিও দেখে নিজের মেয়েকে শনাক্ত করেছেন রাজধানীর হাতিরঝিল এলাকার এক ব্যক্তি। থানায় গিয়ে তিনি মেয়েকে পাচারের মামলা করেছেন। গত বৃহস্পতিবার রাতে হাতিরঝিল থানায় মামলা করে মেয়েটির বাবা। তিনি বলেন, আমার মেয়েকে দুবাইয়ে পাচার করার জন্য ভারতে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে উলঙ্গ করে হাত পা মুখ চেপে নির্যাতন করে আনন্দ করেছে তারা।

মামলার এজাহারে মেয়েটির বাবা জানান, তিনি মগবাজার এলাকার ফুটপাতে ব্যবসা করেন। তার মেয়ের ৬-৭ বছর আগে বিয়ে হয়। স্বামী ৩ বছর ধরে কুয়েতে থাকে। স্বামী বিদেশ যাওয়ার পর থেকে সে আমার বাসায় ও শ্বশুরবাড়ি উভয় জায়গায় থাকত। মেয়েটি ১৫ মাস আগে আমাকে জানায় সে দুবাই যাবে। আমি তাকে নিষেধ করি। তবে এক বছর ধরে সে নিখোঁজ হয়ে যায়। পরে আমি জানতে পারি, মগবাজারের রিফাদুল ইসলাম ওরফে টিকটক হৃদয় তাকে ফুসলিয়ে বিক্রির উদ্দেশ্যে পাচার করে। কিছুদিন আগে জানতে পারলাম মেয়েটি হৃদয়ের সঙ্গে ভারতে আছে। তবে সম্প্রতি ভিডিও দেখে আমি আমার মেয়েকে চিনতে পারি। ভিডিওতে রিফাদুলকে দেখা গেছে, সেই আমার মেয়েকে নিয়ে গেছে। মামলার এজাহারে ভিডিওতে করা নির্যাতনের বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে। মামলায় মানবপাচার প্রতিরোধ দমন আইন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের ধারা দেওয়া হয়েছে।

হাতিরঝিল থানার ওসি আব্দুর রশীদ বলেন, ভুক্তভোগী তরুণীর বাবা বাদী হয়ে হাতিরঝিল থানায় মামলা করেছেন। আমরা তদন্ত শুরু করব। ভুক্তভোগীকে দেশে ফিরিয়ে এনে চিকিৎসার ব্যবস্থা করব। এছাড়াও আসামিদের ভারতীয় পুলিশের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
গতকাল তেজগাঁও বিভাগের ডিসি মো. শহিদুল্লাহ বলেন, গত কয়েকদিন ধরে ভারতে ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। ভিডিওটি আমাদের নজরে আসে। বিশ্লেষণ করে ভিডিওটির একজনের সঙ্গে বাংলাদেশি একটি ছেলের ছবি মিলে যায়।

তিনি বলেন, আমরা জেনেছি, বেঙ্গালুরু পুলিশ জড়িতদের গ্রেফতার করেছে। তাদের মধ্যে টিকটক হৃদয়সহ দুজন পালাতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছে। তারা হাসপাতালে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন। পুলিশ সদর দফতরের মাধ্যমে আইনানুগ প্রক্রিয়ায় ভুক্তভোগী ও জড়িত অপরাধীদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

পুলিশ সদর দফতরের এআইজি (এনসিবি শাখা) মো. মহিউল ইসলাম বলেন, আমরা এখন পর্যন্ত যা জেনেছি, তা দেশি-বিদেশি গণমাধ্যম সূত্রেই। অফিসিয়ালি ঘটনা সম্পর্কে, ভুক্তভোগী এবং আটকদের সম্পর্কে জানতে আমরা দিল্লি এনসিবির সঙ্গে যোগাযোগ করেছি, মেইল করা হয়েছে। তিনি বলেন, যেহেতু হাতিরঝিল থানায় একটি মামলা হয়েছে, তেজগাঁও ক্রাইম ডিভিশন বিষয়টি তদন্ত করছে। দিল্লি পুলিশের পক্ষ থেকে বক্তব্য পাওয়ার পরই ভুক্তভোগী এবং আটকদের দেশে ফিরিয়ে আনা হবে। এক্ষেত্রে বলতে পারেন প্রক্রিয়া শুরু হয়েছে।

তরুণীকে বিবস্ত্র করে যৌন নির্যাতন ও ভিডিও ভাইরাল প্রসঙ্গে বেঙ্গালুরু সিটি পুলিশের এক প্রেস নোটে জানানো হয়েছে, ভিডিও ক্লিপ দেখে ঘটনায় জড়িত এক নারীসহ পাঁচ জনকে দ্রুত শনাক্ত করে আটক করা হয়। এরপর ভিডিও ক্লিপ এবং আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্যের ভিত্তিতে রামমূর্তি নগর থানায় তাদের বিরুদ্ধে ধর্ষণ, নিপীড়ন ও এ সংশ্লিষ্ট আইনের অন্যান্য ধারায় মামলা করা হয়। ধারণা করা হচ্ছে, তারা সবাই বাংলাদেশি।

উল্লেখ্য, কিশোরগঞ্জ জেলার এক তরুণীকে ভারতের কেরেলা রাজ্যে নিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাংলাদেশেরই রিফাতুল ইসলাম হৃদয় (২৬) নামে এক যুবক জড়িত বলে সত্যতা পেয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগ। অভিযুক্ত যুবক রাজধানীর মগবাজার এলাকার বাসিন্দা।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ২০-২২ বছরের একজন তরুণীকে বিবস্ত্র করে ৩-৪ জন যুবক শারীরিক ও বিকৃতভাবে যৌন নির্যাতন করছে। বিষয়টি জানার পর ওই ঘটনায় বাংলাদেশি রিফাতুল ইসলাম হৃদয় (২৬) নামে এক যুবক জড়িত বলে সত্যতা পাওয়ার কথা জানায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগ। অভিযুক্ত যুবক রাজধানীর মগবাজার এলাকার বাসিন্দা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (7)
মোঃ+দুলাল+মিয়া ২৯ মে, ২০২১, ৩:৩৮ এএম says : 0
হাসতে হাসতে যে ভাবে গরিব মেয়ে টি কে অত্যাচার করসিস,আমি যদি ঠিকই বিচার পতি হতাম অবশ্যই আমি ও হাসতে হাসতে তোকে ফাঁসি রায় দিতাম,তুই আমাদের দেশের বদনাম করিয়াসিস,কুততার বাচচা।
Total Reply(0)
Tanym Barakah ২৯ মে, ২০২১, ৩:৪৪ এএম says : 0
এইটাকে এখনো জীবিত রেখেছে কেন! সমাজের আগাছা!
Total Reply(0)
Kazi Sayed ২৯ মে, ২০২১, ৩:৪৫ এএম says : 0
পিশাচ গুলো দেশের গন্ডি পেরিয়ে বিদেশে গিয়ে অরাজকতা শুরু করেছে। এদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিৎ।
Total Reply(0)
Kuntal Das ২৯ মে, ২০২১, ৩:৪৬ এএম says : 0
সমাজের ওসব পিশাস নষ্ঠ ও পচাঁ কিট গুলোকে চিকিত্সা দিও না , লেইট দ্যাম মরে যেতে দাও । । স্যালুট ঐ পুলিশ কে যিনি নিখুঁত ভাবে শুট করতে পেরেছে ।
Total Reply(0)
Abdul Kader ২৯ মে, ২০২১, ৩:৪৭ এএম says : 0
এখানে শুধু বাংলাদেশিদের গুলি করে ঘটনার মোড় অন্য দিকে ঘোরানোর চেষ্টা হচ্ছে। টিকটকের কথা বলে ভিকটিমকে ভারতে নিয়ে হৃদয় সহ বাংলাদেশিরা যেমন অপরাধ করেছে। তারচেয়ে বড় অপরাধ করেছে ভারতীয়রা। কারণ সহযোগী শিল্পীর সুযোগ নিয়ে অসহায় মেয়েটির উপর হায়নাদের মতো ঝাপিয়ে পড়ে ধর্ষন ও যৌন নির্যাত করেছে ভারতীয়রা। এখানে বাংলাদেশিদের কিছু করার সাহস ছিল না।
Total Reply(0)
Azhar Uddin Shimul ২৯ মে, ২০২১, ৩:৪৭ এএম says : 0
· সঠিক সামাজিকীকরণের অভাবেই তরুণরা বিপথগামী হচ্ছে! একটা বিশেষ সময়ে তরুণদের কাউন্সেলিং করতে হবে!
Total Reply(0)
Mamun Bk ২৯ মে, ২০২১, ৩:৪৭ এএম says : 0
ওদের কে পায়ে নয় বুকে গুলি করা উচিত ছিল, সীমান্তে নিরপরাধ মানুষের বুকে আর অপরাধির পায়ে দারুন ব্যাপার
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন