রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

ফাইজারের টিকা কাল আসছে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ মে, ২০২১, ১২:০৪ এএম

আগামীকাল রোববার কোভ্যাক্স থেকে দেশে ফাইজার বায়োএনটেকের টিকা আসছে। স্বাস্থ্য অধিদফতরের ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগামী বোরবার কোভ্যাক্স-এর পক্ষ থেকে ফাইজারের এক লাখ ৬২০ ডোজ দেশে পৌঁছাবে। তবে কাদের এ টিকা দেওয়া হবে, কবে নাগাদ টিকা প্রয়োগ শুরু হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এসব এখনও চূড়ান্ত হয়নি। আমরা এরইমধ্যে এসব সিদ্ধান্ত নিয়ে নেবো। রোববার রাত ১১টা ২০ মিনিটে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে টিকাগুলো দেশে পৌঁছাবে। গত ১৯ মে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বরাত দিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম বলেন, জুনের ২ তারিখে গ্যাভির কোভ্যাক্স ফ্যাসিলিটি থেকে ফাইজারের অন্তত এক লাখ ছয় হাজার কোভিড ভ্যাক্সিন বাংলাদেশে পাঠাবে বলে আজ নিশ্চিত করা হয়েছে। টেলিফোনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।’

গত বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর থেকে বলা হয়, ২ জুনের আগেই আগামী ৩০ মে এ টিকা আসছে। দরিদ্র দেশগুলোর টিকাপ্রাপ্তি নিশ্চিতে গঠিত আন্তর্জাতিক প্ল্যাটফর্ম গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজেশনের (গ্যাভি) কাছ থেকে ফাইজারের এ টিকা আসছে। প্রাণঘাতী ও সংক্রামক ব্যাধি থেকে দরিদ্র দেশগুলোর শিশুদের জীবনরক্ষায় টিকা প্রদানে ভূমিকা রাখা গ্যাভি বিশ্বের নিম্ন ও মধ্যম আয়ের ৯২টি দেশকে করোনাভাইরাসের টিকা সরবরাহের উদ্যোগ নিয়েছে। দরিদ্র দেশগুলোর টিকা প্রাপ্তি নিশ্চিত করতে গঠন করা হয়েছে আন্তর্জাতিক প্ল্যাটফর্ম কোভ্যাক্স।

বাংলাদেশ করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলায় ১৩ কোটির বেশি মানুষকে টিকাদান কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা নিয়েছে। কোভ্যাক্স থেকে ছয় কোটি ৮০ লাখ ডোজ টিকা পাওয়ার আশা করছে বাংলাদেশ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (7)
আলো আধারের গল্প ২৯ মে, ২০২১, ৪:৫৫ এএম says : 0
গ্লোভ বায়োফার্মার বঙ্গবেক্স টিকা অনুমোদন দিলো না সরকার সত্যিই খারাপ লাগে
Total Reply(0)
Mostak Ahmad ২৯ মে, ২০২১, ৪:৫৫ এএম says : 0
আমি দেশীয় পণ্যে বিশ্বাসী, দেশের টিকা ছাড়া নিমু না...
Total Reply(0)
Babu Sheikh ২৯ মে, ২০২১, ৪:৫৬ এএম says : 0
৯৫% কার্যকরি ফাইজারের টিকা বাংলাদেশে আরো আগেই পাওয়া উচিৎ ছিল। ধন্যবাদ ঔষধ প্রশাসন অধিদপ্তর
Total Reply(0)
Udoy Desperate ২৯ মে, ২০২১, ৪:৫৮ এএম says : 0
পৃথিবীর সব দেশের টিকা বাংলাদেশে প্রয়োগ হবে, শুধু দেশীয় টিকা প্রয়ো‌গের অনু‌মোদন হ‌বে না।
Total Reply(0)
খোরশেদ আলম ভূঁইয়া ২৯ মে, ২০২১, ৪:৫৮ এএম says : 0
প্রবাসীদের জন্য খুব তাড়াতাড়ি প্রথম ডোজ চালু রাখলে খুব ভালো হয়
Total Reply(0)
Mohammed Sumon ২৯ মে, ২০২১, ৪:৫৯ এএম says : 0
বাংলাদেশে তৈরি বায়োটেক কোম্পানির ভ্যাকসিনের কি অবস্থা জানাবেন
Total Reply(0)
Shak Farid ২৯ মে, ২০২১, ৪:৫৯ এএম says : 0
বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কাছে বিশেষ অনুরোধ,ফাইজারের এই টীকাগুলো দেশে ছুটিতে গিয়ে আটকাপড়া প্রবাসীদেরকে (রেমিটেন্স যোদ্ধা) জরুরিভাবে অগ্রাধিকার দিয়ে,তাদের কর্মস্থলে ফিরে আসার জন্য সহযোগিতা করা হোক। please....
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন