রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

চাপাইনবাবগঞ্জ থেকে মৌলভীবাজারে আসা ১৩ জনের শরিরে করোনা সংক্রামন

মৌলভীবাজার জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ মে, ২০২১, ৩:৪৯ পিএম

চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৩৪ জনের মধ্যে ১৩ জনের শরিরে করোনা পজেটিভ মিলেছে। তাদের শরিরে ভারতীয় ভ্যারিন্টে রয়েছে কিনা জানতে আইডিসিআর এ নমুনা পাঠানো হয়েছে।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, শ্রীমঙ্গলে শহরের সিন্দুর খান সড়ক সহ আসে পাশের ৩৪ জন ঈদ পালনে চাঁপাইনবাবগঞ্জ যান। এরা ঈদ শেষে ২৬ মে শ্রীমঙ্গলে ফিরে আসলে স্বাস্থ্য বিভাগ তাদের প্রত্যেকের শরিরের নমুনা সংগ্রহ করে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^ বিদ্যালয়ের পিসিআর ল্যাবে পাঠায়। ২৮ মে রাতে আসা রিপোর্টে ১৩ জনের শরিরে করোনা পজেটিভ পাওয়া যায়। এর মধ্যে ১২ জন শ্রীমঙ্গলে শহরের সিন্দুর খান সড়কের একটি বাসায় বসবাস করেন। তারা ভ্রাম্যমান ক্ষুদ্র ব্যবসায়ী।
২৮ মে শুক্রবার রাতে শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) নেছার আহমদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাজ্জাদুর রহমান, শ্রীমঙ্গল থানার ওসি (অপারেশন) নয়ন কারকুন চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা করোনা শনাক্ত রোগিদের বাসা লকডাউন করা হয় এবং সচেতন হতে সকলের নিকট বলা হয়। এ সময় ওয়ার্ড মেম্বার আরজু মিয়া, বাসার মালিকসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
এবিষয়ে জেলা সিভিল সার্জন ডাঃ চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা যে ১৩ জনে করোনা পজেটিভ পাওয়া যায়। তাদের নমুনা আইডিসিআর এ পাঠানো হয়েছে ভারতীয় ভ্যারিন্টে রয়েছে কিনা জানার জন্য। সর্বশেষ নমুনা পরীক্ষা অনুযায়ী জেলায় ২০ ভাগ করোনা পজেটিভ মিলেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন