বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

আইটি এন্ড টেলিকম

বিদায় লুমিয়া!

প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্মার্টফোন বাজারে খুঁড়িয়ে চলা মাইক্রোসফট লুমিয়া সিরিজের সলিল সমাধি হচ্ছে এই ডিসেম্বরে। সংবাদমাধ্যম উইনবেটা এক প্রতিবেদনে জানায়, মাইক্রোসফট কর্মী লুমিয়া সিরিজের ফোন বন্ধের পরিকল্পনার কথা জানিয়েছে। পরিকল্পনা অনুযায়ী, এই ডিসেম্বর থেকে লুমিয়ার বন্ধ হয়ে যাবে। কয়েক মাস ধরে বিশ্বের বিভিন্ন বাজারে লুমিয়া হ্যান্ডসেটের দাম কমিয়েছে মাইক্রোসফট। স্টকে থাকা ফোনগুলো ডিসেম্বরের আগে বিক্রি করার উদ্দেশেই দাম কমিয়ে দিয়েছিল মাইক্রোসফট। মাইক্রোসফট ২০১৩ সালে নোকিয়ার মোবাইল বিভাগ অধিগ্রহণ করে। অধিগ্রহণের পর ২০১৪ সাল থেকে লুমিয়া মোবাইল ডিভাইস মাইক্রোসফট লোগোসহ বাজারজাত হয়। ২০১১ সালে বাজারে ছাড়ার পর থেকে উইন্ডোজ ফোন স্মার্টফোন মার্কেটে পরিমিত শেয়ার রাখতে ব্যর্থ হয়। উইন্ডোজ অপারেটিং সিস্টেমচালিত ফোনগুলোর ইউরোপের মার্কেটে মাত্র ৩ শতাংশ শেয়ার আছে। তবে লুমিয়া সিরিজগুলো নোকিয়া লুমিয়া ৯২০ এবং নোকিয়া লুমিয়া ১০২০ ফোনের মতো হাই এডিশনের ফোনও ছিল। ফোনগুলোতে ওআইএসসহ ৪১ মেগাপিক্সেল কার্ল জেইস প্রাইমারী ক্যামেরা আছে। মাইক্রোসফটের সহায়তায় নোকিয়া ব্রান্ডিং নিয়ে ২০১১ সালের অক্টোবরে লুমিয়া সিরিজের যাত্রা শুরু হয়। লুমিয়া সিরিজের প্রথম ফোন হিসেবে আত্মপ্রকাশ করে নোকিয়া লুমিয়া ৮০০। ফোনটি উইন্ডোজ ফোন ৭.৫ অপারেটিং সিস্টেমে চলত। উইন্ডোজ ফোন ৮ অপারেটিং সিস্টেম ২০১২ সালে মুক্তি পায়। পরবর্তীতে ২০১৪ সালে উইন্ডোজ ফোন ৮.১ এবং ২০১৫ সালে উইন্ডোজ ফোন ১০ মুক্তি পায়। লুমিয়া ৯৫০ সিরিজে উইন্ডোজ কন্টিনাম মুক্তি পেলেও তা দর্শকদের সমর্থণ পেতে ব্যর্থ হয়। প্রতিষ্ঠানটি বর্তমানে সারফেস ফোন নিয়ে কাজ করছে। ফোনটি ২০১৭ সালে মুক্তি পাবে। ফোনটিতে অ্যালুমিনিয়াম এবং ম্যাগনেসিয়াম বডিসহ ইনটেল অ্যাটম এক্স৩ প্রসেসর থাকবে। স আকাশ নিবির

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন