চলতি বছরের অক্টোবর মাসে সারফেস ব্র্যান্ডের অল-ইন-ওয়ান কম্পিউটার আনছে মাইক্রোসফট। গত কয়োক মাস থেকেই প্রযুক্তি বিশ্বে মাইক্রোসফটের নতুন এই কম্পিউটার ঘিরে উঠেছে নানা গুঞ্জন। মাইক্রোসফটের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে জেডনেটের প্রতিবেদনে বলা হয়েছে, সারফেস ব্র্যান্ডের নতুন এই কম্পিউটার কোডনাম ‘কার্ডিনাল’।
নিউইয়র্কে অক্টোবর মাসে এক অনুষ্ঠানে এই কম্পিউটার দেখাতে পারে মাইক্রোসফট। ২১ ইঞ্চি, ২৪ ইঞ্চি বা ২৭ ইঞ্চি মাপের একটি কিংবা তিনটি মডেলই বাজারে ছাড়তে পারে প্রতিষ্ঠানটি। প্রযুক্তি বিশ্লেষকেরা অল-ইন-ওয়ান পিসি নিয়ে পূর্বাভাস দিলেও মাইক্রোসফট আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি।
বাজার বিশ্লেষকেরা বলছেন, নতুন কম্পিউটার ছাড়াও আগামী বছরে বাজারে আনার জন্য সারফেস ব্র্যান্ডের স্মার্টফোন তৈরি করবে মাইক্রোসফট।
স আইটি ডেস্ক
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন