শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

ঢামেক হাসপাতালে চীনা নাগরিকদের টিকা দেয়া শুরু

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ মে, ২০২১, ১২:০২ এএম

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের আন্ডারগ্রাউন্ডের টিকাদান বুথে বাংলাদেশে অবস্থানরত চীনা নাগরিকদের টিকা দেয়ার কার্যক্রম শুরু হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে ঢামেক হাসপাতালে ৪৫৬ জন চীনা নাগরিককে টিকা দেয়া হবে। গতকাল শনিবার ঢামেক পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক সাংবাদিকদের ওই তথ্য জানান। তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমরা চিঠি পেয়েছি। আমাদের হাসপাতাল থেকে ৪৫৬ জন চীনা নাগরিককে করোনা টিকা দেয়া হবে। গতকাল শনিবার তাদের টিকা দেয়া শুরু হয়েছে।

তিনি আরও জানান, বাংলাদেশে অবস্থানকারী চীনা নাগরিকদের নামসহ স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমরা চিঠি পেয়েছি। দুই দিনের মধ্যে টিকা দেয়া শেষ করতে বলা হয়েছে। গতকাল চীনা নাগরিকেদের টিকা দেয়া পর আজকের মধ্যে অবশিষ্ট যারা আছেন তাদেরকে টিকা দেয়া সম্পন্ন করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
sajidul islam ৩০ মে, ২০২১, ৮:৪৩ এএম says : 0
খুব ভাল উদ্যোগ
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন