শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

হাইমচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

চাঁদপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ মে, ২০২১, ৬:১৯ পিএম

চাঁদপুরের হাইমচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২জন। নিহত শিশু উপজেলার নয়ানী লক্ষীপুর গ্রামের মিজান শেখের পুত্র রাকিবুল হাসান (১১)।

এ ঘটনায় শিশুকে বাঁচাতে গিয়ে একই বাড়ির হারিস খাঁন (৭০) ও রিনা বেগম নামে ২জন গুরুতর আহত হয়েছেন। আহতরা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন । সোমবার বেলা ১২টার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে রাকিবুল মারা যায়।

জানা যায়, উপজেলার নয়ানী লক্ষীপুর গ্রামের আবুল খায়ের পাটওয়ারী বাড়ি সামনে রাস্তায় বৈদ্যুতিক তার গাছের সাথে লেগে থাকে। পথচারী শিশুটি গাছ স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রাকিবুল হাসান ৩ ভাই এর মধ্যে সবার বড়। সে পশ্চিম ভিঙ্গুলিয়া হাফেজিয়া মাদরাসা শিক্ষার্থী। রাকিবুলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন