যুক্তরাষ্ট্রের নিউজারসির পেটারসনে গত ২৯, ৩০ মে হয়ে গেল ভ্রাম্যমাণ কনসুলেট সেবা। জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার উদ্যোগে ও বাংলাদেশ কনসুলেট অফিস নিউইয়র্কের সহযোগীতায় দুইদিনব্যাপী ভ্রাম্যমান কনসুলেট সেবা প্রদানকালে বিপুল পরিমাণ প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন।
পেটারসনের বিডি সুপারমারকেটে সকাল ১০ টা বিকাল ৫ টা পর্যন্ত এ কনসুলেট সেবা প্রদানকালে উপস্থিত ছিলেন, কনসাল জেনারেল সৈয়দা ফয়জুননেসা, ডেপুটি কনসাল জেনারেল নাজমুল হাসান, কনসাল আয়শা খাতুন, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সভাপতি ময়নুল হক চৌধুরী হেলাল, সহ সভাপতি আহবাব চৌধুরী খোকন, মনজুর চৌধুরী জগলু, ভারপ্রাপ্ত সাধারন লোকমান হোসেন, বিডি সুপারমার্কেটের পরিচালক আককাস আলী, ইসবর আহমদ, ইউএস বাংলা অনলাইন প্রেস ক্লাব সভাপতি মাহফুজ আদনান সহ পেটারসনের সামাজিক রাজনৈতিক ব্যাক্তিবর্গ।
উপস্থিত কনসাল জেনারেল সৈয়দ ফয়জুননেসা বলেন, নিউইয়র্ক কনসুলেট সবসময় প্রবাসী বাংলাদেশীদের পাশে আছে। আমরা চাই যেন প্রবাসী বাংলাদেশীরা আমাদের থেকে সঠিকভাবে সেবা পেয়ে থাকে। জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সভাপতি ময়নুল হক চৌধুরী হেলাল বাংলাদেশ কনসুলেট অফিসকে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমরা প্রতিবছর নিউইয়রক কনসুলেটের সহযোগিতায় এরকম কর্মসূচি গত ৭ বছর যাবত করে আসছি। পেনডামিকের কারণে গেল বছর আমরা আয়োজন করতে পারি নাই। সকলের সহযোগিতায় আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন