বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

যৌথ প্রযোজনায় বাংলাদেশের ফ্ল্যাশ এন্টারটেইনমেন্ট ও ভারতের নেট ওয়েস্ট অ্যাকশন

প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : প্রযোজনা প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরেই যৌথ-প্রযোজনার ছবি নির্মাণের দিকে ঝুঁকে পড়ছে। এই তালিকায় নাম লেখাল নতুন দুই প্রতিষ্ঠান। একটি বাংলাদেশের ফ্ল্যাশ এন্টারটেইনমেন্ট অপরটি ভারতের নেট ওয়েস্ট এন্টারটেইনমেন্ট। কলকাতার একটি রেস্টুরেন্টে এই দুই প্রতিষ্ঠান নিজেদের মধ্যে একটি চুক্তিও করে। এ সময় উপস্থিত ছিলেন ‘ফ্ল্যাশ এন্টারটেইনমেন্ট  লি:’ এর চেয়ারম্যান সৌরভ ইয়াকুব হোসেন, ব্যবস্থাপনা পরিচালক আনিস উদ্দিন, ‘নেট ওয়েস্ট অ্যাকশন’ এর পরিচালক সৌরভ দে। এ ছাড়াও উপস্থিত ছিলেন কোম্পানিদ্বয়ের কর্মকতা ও কলাকুশলীরা। এই দুই প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, প্রথমদিকে স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে কাজ শুরু করবেন তারা। এরপর তারা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে মনোযোগী হবেন। এ ছাড়াও অডিও-ভিজুয়াল নানা কনটেন্ট নিয়েই কাজ করবেন তারা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন