ব্যাক্তিগত আক্রোশের জেরে বগুড়ার নন্দীগ্রাম পৌরসভা এলাকায় এক মৎস্যচাষির পুকুরে বিষ দিয়ে মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। এতে ৭ লাখ টাকার মাছ মরে গেছে বলে দাবি মৎস্যচাষি আলম হোসেনের। গত মঙ্গলবার রাতে নন্দীগ্রাম পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নামুইট গ্রামে লিজকৃত আলম হোসেনের পুকুরে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, পৌরসভার নামুইট গ্রামে ১২০ শতক পুকুর লিজ নিয়ে মৎস্যচাষী আলম হোসেন রুই, সিলভার, ব্রিগেডসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করছেন। মঙ্গলবার রাতে কোনো এক সময় পুকুরে বিষ (গ্যাস ট্যাবলেট) প্রয়োগ করে দুর্বৃত্তরা। পরে সকালে পুকুরের মাছ মরে ভেসে উঠতে থাকে। স্থানীয়রা দেখতে পেয়ে বিষয়টি মৎস্যচাষি আলম হোসেনকে জানান। মৎস্যচাষী আলম হোসেন বলেন, পুকুরে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছি। পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তরা পুকুরে বিষ প্রয়োগ করেছে। এতে পুকুরে প্রায় ৭ লাখ টাকার মাছ মারা গেছে। নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম বলেন, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন