শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ জুন, ২০২১, ১২:১৪ এএম

বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা যুবদলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের ইছাখালীতে এ অনুষ্ঠান হয়। থানা যুবদলের সদস্য সচিব নুর হাসান বাবুলের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।
এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি আফজাল কবির, যুগ্ম সাধারণ সম্পাদক গোলজার হোসেন, কাঞ্চন পৌর যুবদলের আহবায়ক মফিকুল ইসলাম, জেলা যুবদলের দফতর সম্পাদক আমিনুল ইসলাম প্রিন্স, কাজী আহাদ, কাউন্সিলর রোকন মিয়া, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক শামীম ভঁ‚ইয়া, আবু বক্কর ছিদ্দিক, কামাল নাসের প্রমুখ। আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন