শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

জয়পুরহাটে ৫ জামায়াত নেতা গোপন বৈঠককালে গ্রেফতার

জয়পুরহাট জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ জুন, ২০২১, ১১:১৯ এএম

জয়পুরহাট জেলার কালাই উপজেলা গোপন বৈঠকে করার সময় ৫ জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে কালাই উপজেলা জামায়াতের আমিরের বাড়ি থেকে তাদের আটক করা হয়।

জানা যায় জেলার কালাই উপজেলা জামায়াতের আমির মুনসুর রহমানের বাড়িতে জেলা জামায়াতের নায়েবে আমিরসহ বেশ কয়েকজন শীর্ষনেতা বৈঠক করছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কালাই থানা পুলিশ তাদের আটক করে।


আটককৃতরা হলেন- জেলা জামায়াতের নায়েবে আমির মোঃ রেজাউল করিম (৪৭), কালাই উপজেলা জামায়াতের আমির মুনসুর রহমান (৪৫), সমাজসেবা সম্পাদক মোঃ তাইফুল ইসলাম (৪৮), সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান (৪৪), কালাই পৌর জামায়াতের আমির মোঃ মোজাফ্ফর হোসেন (৪৩)।

কালাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সেলিম মালিক বলেন বুধবার গভীর রাতে কালাই উপজেলা পাড়ার জামায়াত নেতা মুনসুর রহমানের বাড়িতে জেলা জামায়াতের নায়েবে আমিরসহ বেশ কয়েকজন নেতা বৈঠকে বসেন। পরে পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃত নেতাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Sarwer ৩ জুন, ২০২১, ২:১৮ পিএম says : 0
ওনাদেরকে দেখে -তো অপরাধীর মত লাগছে না। তাহলে গোপন বৈঠকের নাম করে কেন এই সব ভদ্র মানুষদের হয়রানি করা হচ্ছে?
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন