শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

আশুগঞ্জে দু’দলের সংঘর্ষে ৮ জন গুলিবিদ্ধসহ আহত ২০

প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

আশুগঞ্জ উপজেলা সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আড়াইসিধা গ্রামে পূর্ববিরোধের জের ধরে দু’দলের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কমপক্ষে ৮ জন গুলিবিদ্ধসহ ২০ জন আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে দাঙ্গাবাজরা বেশ কয়েক রাউন্ড গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটায়।
গত রোববার রাত সাড়ে ১১টায় আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা গ্রামে বন্দেআলী মিয়ার বাড়ির দুু’পক্ষের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালসহ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ একজনকে আটক করলেও পরে তাকে ছেড়ে দেয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা গ্রামে গত বুধবার সন্ধ্যায় বন্দেআলী মিয়ার বাড়ির মহার ব্যাপারী ও তারা মিয়ার লোকজনের মধ্যে কথা কাটাকাটিসহ হাতাহাতি হয়। এর জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন