পটুয়াখালীর মির্জাগঞ্জে স্বাস্থ্য বিধি মেনে র্যালী, আলোচনা, কেক কাটা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে দৈনিক ইনকিলাব পত্রিকার ৩৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (৪ জুন) সকাল ১০টায় মির্জাগঞ্জ উপজেলা প্রেসক্লাব কার্যালয়ের সামনে থেকে র্যালী বের করা হয়। র্যালীটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
মির্জাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মনিরুজ্জামান হাওলাদারের সভাপতিত্বে ও দৈনিক ইনকিলাব পত্রিকার মির্জাগঞ্জ উপজেলা সংবাদদাতা মেহেদী হাসান মুবিন এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম জুয়েল, অন্যান্যের মধ্যে মির্জাগঞ্জ থানার ওসি মোঃ মহিবুল্লাহ্, প্রেসক্লাবের সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) আঃ ছালাম হাওলাদার, মির্জাগঞ্জ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ সোহাগ হোসেন, জমিয়াতুল মুজাদাহিদীন মির্জাগঞ্জ শাখার সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) অবুছালে মোঃ খাইরুল্লাহ্ প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা সভার শেষে অতিথিগণ কর্তৃক কেক কাটার পর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন