শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

মাদারীপুরে রেস্টুরেন্ট কর্মচারীর মৃত্যু

স্টাফ রিপোর্টার, মাদারীপুর থেকে : | প্রকাশের সময় : ৭ জুন, ২০২১, ১২:০৪ এএম

মাদারীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাওসার নামে এক রেস্টুরেন্ট কর্মচারী মারা গেছে। এসময় আহত হয়েছে আরো ১ জন। নিহত কাওসার ঢাকা নবাবগঞ্জের ভাওডুবি গ্রামের ফজেল হকের ছেলে। গত শনিবার সন্ধ্যা ৬টার দিকে শহরের লেকের পাড়ের লবঙ্গ রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, লবঙ্গ রেস্টুরেন্টের কিচেন রুমে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাওসার ও রানা আহত হয়। রানার চিৎকারে হোটেল মালিক ও কর্মচারীরা কাওসারকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। রেস্টুরেন্ট মালিক মাসুদ জানায়, কাওসার আমার রেস্টুরেন্টে ডিস ওয়াসের কাজ করে। ঘটনার সময়ও সে কাজ করছিলো। হঠাৎ কিচেন রুম থেকে চিৎকার চেচামেচি শুনে গিয়ে দেখি কাওসার নিচে পড়ে আছে। পরবর্তীতে কাওসারকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যাই। রানা নামে আরেক কর্মচারী জানায়, কাওসার তার পাশে কাজ করছিলো। হঠাৎ করেই কাওসার সাইডে গ্যাসের সিলিন্ডারের ওপর কাত হয়ে পড়ে যায়। তাকে ধরতে গিয়ে সেও বিদ্যুতের শক খায়। পরবর্তীতে সে চিৎকার দিলে সবাই এগিয়ে গিয়ে কাওসারকে হাসপাতালে নিয়ে যায়। মাদারীপুর সদর থানার ওসি কামরুল ইসলাম মিয়া জানান, কাওসার নামে একজন মারা গেছে।

রানা নামে আরো ১ জন আহত হয়েছে। প্রাথমিক চিকিৎসায় সে এখন সুস্থ আছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন