ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নতুন চেয়ারপারসন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রফেসর ড. আবুল মনসুর আহাম্মদ। আগামী তিন বছরের জন্য বিভাগের চেয়ারপারসনের দায়িত্ব গ্রহণ করেছেন তিনি। গত শনিবার আনুষ্ঠানিকভাবে সদ্য সাবেক চেয়ারপারসন প্রফেসর ড. কাবেরী গায়েনের মেয়াদ শেষ হলে দায়িত্ব ভার বুঝে নিয়েছেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এ নিয়োগ দেন বিশ্ববিদ্যালয়ের ভিসি। প্রফেসর ড. আবুল মনসুর আহাম্মদ এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত সিনেট সদস্য ছিলেন। বর্তমানে তিনি চ্যান্সেলর মনোনীত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য। নতুন দায়িত্ব প্রাপ্তির বিষয়ে প্রফেসর আবুল মনসুর আহাম্মদ শিক্ষক শিক্ষার্থীদের সহযোগিতা প্রত্যাশা করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন