শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

সাংবাদিকতা বিভাগে ভর্তি হলেন দীঘি

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

শিশুশিল্পী থেকে চিত্রনায়িকা হওয়া প্রার্থনা ফারদিন দীঘি অভিনয়ের পাশাপাশি পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। এইচএসসি পাস করে তিনি ভর্তি হয়েছেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) মিডিয়া স্টাডিজ ও জার্নালিজম বিভাগে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দিঘী নিজেই এ কথা জানান। বিশ্ববিদ্যালয়ের ভর্তির খবর জানার পর শুভাকাক্সক্ষীরা তাকে শুভেচ্ছা জানান। সাংবাদিকতা বিভাগে ভর্তির বিষয়ে দীঘি বলেন, আমি ফিল্ম রিলেটেড আরও জ্ঞান নিতে চাই। টুকটাক লেখালেখিও পছন্দ করি। সব মিলিয়ে মনে হয়েছে মিডিয়া স্টাডিজ ও জার্নালিজম বিভাগ আমার জন্য ভালো হবে। যত বেশি জ্ঞান অর্জন করতে পারবো তত বেশি উন্নতি করতে পারবো। সাংবাদিকতা আমার জন্য এডিশনাল মজার ব্যাপার। এতে বাবারও মত আছে। বাবাকে বলেছিলাম এই বিষয়ে পড়তে আগ্রহী। তিনি বরাবরের মতো আমার মতকে প্রাধান্য দিয়েছেন। আমি যেমন খুশি, বাবাও তেমন খুশি হয়েছেন। দীঘি স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পাস করেন। নায়িকা হিসেবে গত বছর তার অভিষেক হয়। তার প্রথম সিনেমা ‘তুমি আছো তুমি নেই’। ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ সিনেমায় অভিনয় করেন। কিছুদিন আগে ওটিটিতে তার অভিষেক হয়েছে ‘শেষ চিঠি’ নামের একটি ওয়েব ফিল্মের মাধ্যমে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (3)
Md Sukkur ১৮ আগস্ট, ২০২২, ৬:৪৯ এএম says : 0
আন্তরিক অভিনন্দন ও শুভ কামনা রইলো
Total Reply(0)
Monir Hossain Sumon ১৮ আগস্ট, ২০২২, ৬:৪৯ এএম says : 0
Congratulations
Total Reply(0)
Sujon Ahamed ১৮ আগস্ট, ২০২২, ৬:৫০ এএম says : 0
এখানে ও ভালো করতে পারবে,
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন