নওগাঁর সাপাহার উপজেলার গোপালপুর গ্রামে রাতের বেলা বিছানায় ঘুমিয়ে থাকা অবস্থায় বিষধর কালাচ সাপের কামড়ে মামুন (২৮) নামের একজন মানসিক ভারসম্যহীন যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
এলাকাবাসী সুত্রে জানাগেছে শনিবার দিবাগত রাতে মানসিক ভারসম্যহীন যুবক মামুন তার স্ত্রী সন্তান নিয়ে নিজ শয়ন ঘরে ঘুমিয়ে পড়ে। রাত অনুমানিক ১১টার দিকে একটি বিষধর কালাচ সাপ তার ডান কানের নিচে কামড় দেয়। এ সময় মামুন বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে ঘুম থেকে জেগে উঠে ও বালিশের পাশে থাকা ওই বিষধর সাপটিকে লাঠি দিয়ে পিটিয়ে মেরে ঘরের মধ্যে ফেলে রেখে আবার নিজ বিছানায় শুয়ে পড়ে। এদিকে পরদিন রোববার সকাল ৮টা বাজলেও মামুন ঘুম থেকে জেগে না উঠলে পরিবারের লোকজন তার ঘরে গিয়ে তাকে মৃতঃ অবস্থায় দেখতে পায়। সাপের কামড়ে মৃতঃ মানসিক ভারসম্যহীন যুবক মামুন জেলার ধামইরহাট উপজেলার মোবারকপুর গ্রামের আব্দুর রাজ্জাক এর ছেলে বলে জানাগেছে। প্রায় ৮/১০ বছর পুর্বে সাপাহার উপজেলার গোপালপুর গ্রামের মৃতঃগজিমুদ্দীনের মেয়ে কে বিয়ে করে ঘরজামাই হিসেবে সেখানে থেকে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ভিক্ষা করে জীবন যাপন করছিল। তার ৬ /৭ বছরের একটি পুত্র সন্তান রয়েছে। সংবাদ পেয়ে মামুনের আত্মীয়স্বজনগণ ওই দিন ঘটনাস্থল থেকে তার লাশ নিজ গ্রাম মোবারক পুরে নিয়ে গিয়ে দাফন কাফন সম্পুর্ন করেছে বলে জানাগেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন