করোনায় আক্রান্তদের চিকিৎসায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালকে ২টি অত্যাধুনিক ভেন্টিলেটর উইথ হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা সিস্টেম যন্ত্রপাতি দিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। সোমবার বিকেল ৫টায় নগর ভবনে মেয়র দপ্তর কক্ষে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন সিটি কর্পোরেশনের তহবিল থেকে ২টি ভেন্টিলেটর উইথ হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা সিস্টেম যন্ত্রপাতির সমপরিমাণ মূল্য বাবদ ৩০ লাখ ৫০ হাজার টাকার একটি চেক হস্তান্তর করেন।
চেকটি গ্রহণ করেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. শামীম ইয়াজদানী। রাসিকের অর্থায়নে ক্রয়কৃত ২টি অত্যাধুনিক ভেন্টিলেটর রামেক হাসপাতালের আইসিইউতে ইতোমধ্যে যুক্ত করা হয়েছে। করোনায় আক্রান্ত মুমূর্ষু রোগীদের বাঁচতে সাহায্য করছে এবং করোনা চিকিৎসায় উল্লেখযোগ্য অবদান রাখছে।
এ সময় উপস্থিত ছিলেন রাসিকের প্যানেল মেয়র-১ সরিফুল ইসলাম বাবু, কাউন্সিলর নিযাম উল আযিম, কাউন্সিলর আব্দুল হামিদ সরকার টেকন, মো. কামরুজ্জামান, কাউন্সিলর আব্দুল মমিন, কাউন্সিলর আনোয়ার হোসেন আনার, কাউন্সিলর আব্দুল সোবহান, কাউন্সিলর তৌহিদুল হক সুমন, কাউন্সিলর আশরাফুল হাসান বাচ্চু সহ সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর বৃন্দ, প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, মাননীয় মেয়রের একান্ত সচিব মোঃ আলমগীর কবির, সচিব মোঃ মশিউর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ড. এফএএম আঞ্জুমান আরা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন