বগুড়া শহরের উপর দিয়ে বয়ে যাওয়া করতোয়া নদীর উপরে ভগ্ন প্রায় ফতেহ আলী ব্রিজ দিয়ে অনেকদিন ধরেই যানবাহন চলাচল বন্ধ রয়েছে। অথচ এর উপর দিয়েই তিন উপজেলার মানুষ বগুড়া শহরে প্রবেশ করে। গুরুত্বপূর্ণ ব্রিজটি স্বাধীনতার পরপরই নির্মিত হওয়ায় গত তিন বছর আগে চলাচলের অযোগ্য ঘোষণা করে এলজিইডি। বড় ধরনের ঝুঁকির বিষয়টি মাথায় রেখেই এলজিইডি ব্রিজের উভয় পাশে তিনটি করে পিলার বসিয়ে বড় যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে। তবে বড় যান চলাচল বন্ধ হলেও ছোট যানবাহন ও মানুষের চলাচল অব্যাহত আছে। যে কোন সময় ঘটে যেতে পারে দুর্ঘটনা এমন আশঙ্কা সচেতন মহলের। ব্রিজটির মেরামতের ব্যাপারে পৌর মেয়র রেজাউল করিম বাদশা বলেন, সরকারের কাছে বিষয়টি উপস্থাপন করা হয়েছে তারা যথাসময়ে উদ্যোগ নেবেন বলে কথা দিয়েছেন। স্থানীয় কাউন্সিলর ও প্যানেল মেয়র ০১ পরিমল চন্দ্র দাস বলেন, ব্রিজটির বিষয়ে মেয়রের সাথে কথা বলেছি তিনি জোর তৎপরতা চালাবেন বলে আশ্বাস দিয়েছেন ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন