শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

সিলেটে লিফটে আটকা বৃদ্ধা, অতঃপর...

প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

সিলেট অফিস : সিলেট নগরীর আম্বরখানাস্থ গোল্ডেন টাওয়ারে দেড় ঘণ্টা লিফটে আটকা পড়েছিলেন এক বৃদ্ধা। বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার কারণে লিফটটি বন্ধ হয়ে যাওয়ায় তিনি লিফটে আটকা পড়েন। বিষয়টি ওই টাওয়ারের পরিচালককে জানালেও তিনি ‘কিছু করার নেই’ বলে দায় সারেন। মহানগরীর এয়ারপোর্ট থানায় মঙ্গলবার দায়ের করা একটি জিডিতে এমন অভিযোগ করেছেন ওই বৃদ্ধার ছেলে শাব্বির আহমদ বকশী। এয়ারপোর্ট থানায় দায়েরকৃত জিডি নং হচ্ছে-৭৪৫/২০/০৯/২০১৬।
জিডিসূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে আম্বরখানাস্থ গোল্ডেন টাওয়ারে ৪র্থ তলার বাসিন্দা মায়ারুন নেছা (৭০) বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ায় লিফটে আটকা পড়েন। বিষয়টি তাৎক্ষণিক গোল্ডেন টাওয়ারের পরিচালক এনাই খানকে অবহিত করেন মায়ারুন নেছার ছেলে শাব্বির আহমদ বকশী। এসময় এনাই খান প্রত্যুত্তরে শাব্বিরকে বলেন, ‘আমি এভাবে লিফটের ভেতর আটকা ছিলাম। আমার উক্ত বিষয়ে কোনো কিছু করার নেই’। পরবর্তীতে শাব্বির আহমদ বকশী বিষয়টি ফায়ার সার্ভিসকে অবহিত করেন। ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে ওই বৃদ্ধাকে উদ্ধার করে। তবে এরই মধ্যে পেরিয়ে যায় দেড় ঘণ্টা। বর্তমানে মায়ারুন নেছা অসুস্থ অবস্থায় বাসায় রয়েছেন বলেও জিডিতে উল্লেখ করা হয়েছে। বৃদ্ধার ছেলে শাব্বির আহমদ বকশী এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য এয়ারপোর্ট থানা পুলিশের কাছে আবেদন জানিয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন