শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

পূর্ব শত্রুতার জের ধরে পার্বতীপুরে দেড় একর জমির ভুট্টা ও পাট ক্ষেত বিনষ্ট

পার্বতীপুর (দিনাজপুর) সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ জুন, ২০২১, ৩:২৬ পিএম

পার্বতীপুর উপজেলার দক্ষিণ হরিরামপুরে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা প্রায় দেড় একর জমির উঠতি ভুট্টা ও পাট ক্ষেত কর্তন করে ফেলে দিয়েছে। গত মঙ্গলবার দিবাগত গভীর রাতে প্রতিপক্ষরা এ অপকর্ম করে। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। জানা গেছে, হরিরামপুর মাঝাপাড়া গ্রামের আজমল, লূৎফর, আনসার, সিরাজুুল আখন্দ, একরামুল আখন্দ, লিয়াকত আখন্দ, নওশাদ আখন্দসহ অন্যান্য অংশীদারগণের সাথে দক্ষিণ হরিরামপুর মৌজার ১০৯৩ নং দাগে ১ একর ১৬ শতক জমি নিয়ে প্রতিপক্ষ আবুল হাসনাত গংদের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ ব্যাপারে হরিরামপুর মাঝাপাড়া গ্রামের আজমল বাদী হয়ে পার্বতীপুর মডেল থানায় আবুল হাসনাতসহ ১৪ জনকে আসামী করে একটি অভিযোগ দায়ের করেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন