মির্জাপুর উপজেলা সংবাদদাতা : টাঙ্গাইলের মির্জাপুরে সৈয়দ মাসুদুল ইসলাম (৫০) নামে এক ভুয়া চিকিৎসকের কাছ থেকে ১ লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুম আহমেদ এ জরিমানা করেন।
সৈয়দ মাসুদুল ইসলাম উপজেলার ভাওড়া ইউনিয়নের পাইখার ভাওড়া গ্রামের মৃত সুলতান মাহমুদের ছেলে।
জানা গেছে, সৈয়দ মাসুদুল ইসলাম চিকিৎসক না হয়ে দীর্ঘদিন ধরে নামের আগে ডা. লেখে পৌর সদরের কুমুদিনী হাসপাতাল রোডে সান্তনা ডেন্টাল হল খুলে মানুষের সঙ্গে চিকিৎসা দেয়ার নামে প্রতারণা করে যাচ্ছেন। উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মাসুম আহমেদ বিষয়টি জানেত পেরে তার চেম্বারে অভিযান চালিয়ে সার্টিফিকেট দেখতে চান। কিন্তু তিনি তা দিতে ব্যর্থ হন এবং প্রতারণা কথা স্বীকার করেন।
এ সময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন ২০১০-এর ২৮ (৩) ধারায় চিকিৎসক না হয়ে নিজের নামের আগে ডাক্তার পরিচয় দিয়ে প্রতারণা অপরাধে এক লাখ টাকা জরিমানা আদায় করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন