গাজা যুদ্ধে হামাস ইসরাইলের একটি জঙ্গিবিমান ভূপাতিত করার চেষ্টা করেছে বলে জানিয়েছেন দখলদার ইসরাইলের বিমান বাহিনীর প্রধান জেনারেল আমিকাম নুরকিন। তিনি বলেছেন, হামাস জঙ্গিবিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছিল কিন্তু তা বিমানে আঘাত হানেনি। পরে অবশ্য তিনি তা স্বীকার করেন। ইসরাইলের টিভি চ্যানেল-টুয়েলভকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন তিনি। -পার্সটুডে, চ্যানেল টুয়েলভ
আমিকাম নুরকিন আরও বলেন, ইসরাইলের সামরিক বিমান বন্দরগুলো এখন মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। কারণ, এগুলো এখন হামাসের ক্ষেপণাস্ত্রের আওতায় চলে এসেছে। হামাসের ক্ষেপণাস্ত্রগুলোর যে পাল্লা তাতে সেগুলো সামরিক বিমান বন্দরগুলো পর্যন্ত সহজে পৌঁছাতে পারবে। গাজা যুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামীদের সুসংহত অবস্থান স্পষ্ট হয়েছে বলেও তিনি স্বীকার করেছেন। গত মাসে গাজা যুদ্ধ শুরু হলে ইসরাইলি বাহিনী সেখানকার বেসামরিক ভবন ও ঘরবাড়িতে ব্যাপক বিমান হামলা চালায়। এ সময় ফিলিস্তিনিদের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় শেষ পর্যন্ত যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হয় ইসরাইল।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন