শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

মির্জাপুরে নিখোঁজের তিনদিন পর মাদ্রাসাছাত্রীর লাশ শনাক্ত

প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

মির্জাপুর উপজেলা সংবাদদাতা : টাঙ্গাইলের মির্জাপুরে নিখোঁজ হওয়ার তিন দিন পর তানিয়া আক্তার নামে এক মাদ্রাসাছাত্রীর লাশ শনাক্ত করেছেন তার পরিবার। একই সঙ্গে নিহতের ছাত্রীর পরিবার বলছে, তাকে হত্যা করা হয়েছে। সোমবার বিকালে তানিয়ার চাচা মো: আরফান আলী কুমুদিনী হাসপাতালের মহিলা ওয়ার্ডে গিয়ে তার লাশ শনাক্ত করেন। তানিয়া এ উপজেলার বাঁশতৈল ইউনিয়নের পাঁচগাঁও গ্রামের নজরুল ইসলামের মেয়ে। সে বাঁশতৈল মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্রী ছিল। এ ব্যাপারে তানিয়ার চাচা আরফান আলী সোমবার রাতে অপমৃত্যুর মামলা করেছেন। মঙ্গলবার সকালে পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে পুলিশ জানিয়েছে। মামলার বিবরণ সূত্রে জানা গেছে, গত শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে নিখোঁজ হয় তানিয়া। সোমবার দুপুরে লোক মারফত পরিবারের সদস্যরা জানতে পারেন উপজেলার বহুরিয়া ইউনিয়নের মন্দিরাপাড়া গ্রামের রায়হান ও তার চাচা আব্দুর রহিম তানিয়াকে অসুস্থ অবস্থায় কুমুদিনী হাসপাতালে ভর্তি করেছেন। খবর পেয়ে তানিয়ার চাচা আরফান আলী ওয়ার্ড মেম্বার আব্দুল লতিফকে সঙ্গে নিয়ে কুমুদিনী হাসপাতালে গিয়ে তানিয়ার লাশ দেখতে পান। কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা: দুলাল চন্দ্র পোদ্দার বলেন, সোমাবার দুপুরে অসুস্থ অবস্থায় চার-পাঁচজন যুবক তানিয়াকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করে। পরে আমরা বুঝতে পারি যে, সে বিষপান করেছে। সঙ্গে সঙ্গে তাকে চিকিৎসা দেয়া হয়। কিন্তু অনেক আগেই বিষপান করায় বেলা ৩টার দিকে তার মৃত্যু হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন