স্টাফ রিপোর্টার : রাজধানীর বিমান বন্দর সড়কে ভয়াবহ যানজটের আটকে গেছে শত শত যানবাহন।
পুলিশ জানায়, আফগানিস্তান ক্রিকেট দলকে সংবর্ধনা দিতে যুবলীগের হাজার হাজার নেতাকর্মী বিমান বন্দর সড়কে উপস্থিত হওয়ায় যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়। এতে করে যানজটে আটকা পড়ে শত শত যানবাহন।
কয়েকজন ভুক্তভোগী জানান, উত্তরা থেকে বিমান বন্দর হয়ে মহাখালী বা গুলশানের দিকে আসার রাস্তা আজ বিকাল চারটার পর একেবারে বন্ধ করে দেয়া হয়। সেই রাস্তা খুলতে খুলতে বেজে যায় বিকাল ৫টা। দেশের কমপক্ষে ২৫টি জেলার যানবাহন চলাচল করে বিমান বন্দর সড়ক দিয়ে। সেই সড়ক প্রায় এক ঘণ্টা বন্ধ রাখায় ভয়াবহ যানজটে হাজার হাজার মানুষ আটকা পড়ে সীমাহীন ভোগান্তির শিকার হয়।
ট্রাফিক পুলিশের কন্ট্রোল রুম থেকে জানানো হয়,আফগানিস্তান ক্রিকেট দলকে সংবর্ধনা দিতে আসা যুবলীগের হাজার হাজার নেতা-কর্মীদের ভিড়ে প্রথমে যানবাহন আটকে যায়। এরপর ক্রিকেট দলকে নিরাপত্তা দিতে গিয়ে যানবাহন আটকে দেয় পুলিশ। এতে করে যানজটের সৃষ্টি হয়।
ট্রাফিক পুলিশের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন,আমাদের কিছুই করার নেই। বিকাল চারটার পর ব্যস্ত এয়ারপোর্ট রোড ব্লক করা মানে হাজার হাজার মানুষকে ভোগান্তিতে ফেলা-এটা আমরা জানি। সংবর্ধনা দিতে আসা লোকজনের ভিড়ে যানজটের ভয়াবহতা বেড়েছে উল্লেখ করেন তিনি। খিলক্ষেত থানার ওসি জানান, আফগানিস্তান ক্রিকেট দলকে বিমানবন্দর থেকে হোটেল রেডিসনে পৌঁছে দেয়া হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন