শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

ঢাকা বিমান বন্দর সড়কে ভয়াবহ যানজট

প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম | আপডেট : ৫:৪১ পিএম, ২১ সেপ্টেম্বর, ২০১৬

স্টাফ রিপোর্টার : রাজধানীর বিমান বন্দর সড়কে ভয়াবহ যানজটের আটকে গেছে শত শত যানবাহন।

পুলিশ জানায়, আফগানিস্তান ক্রিকেট দলকে সংবর্ধনা দিতে যুবলীগের হাজার হাজার নেতাকর্মী বিমান বন্দর সড়কে উপস্থিত হওয়ায় যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়। এতে করে যানজটে আটকা পড়ে শত শত যানবাহন।

কয়েকজন ভুক্তভোগী জানান, উত্তরা থেকে বিমান বন্দর হয়ে মহাখালী বা গুলশানের দিকে আসার রাস্তা আজ বিকাল চারটার পর একেবারে বন্ধ করে দেয়া হয়। সেই রাস্তা খুলতে খুলতে বেজে যায় বিকাল ৫টা। দেশের কমপক্ষে ২৫টি জেলার যানবাহন চলাচল করে বিমান বন্দর সড়ক দিয়ে। সেই সড়ক প্রায় এক ঘণ্টা বন্ধ রাখায় ভয়াবহ যানজটে হাজার হাজার মানুষ আটকা পড়ে সীমাহীন ভোগান্তির শিকার হয়।

ট্রাফিক পুলিশের কন্ট্রোল রুম থেকে জানানো হয়,আফগানিস্তান ক্রিকেট দলকে সংবর্ধনা দিতে আসা যুবলীগের হাজার হাজার নেতা-কর্মীদের ভিড়ে প্রথমে যানবাহন আটকে যায়। এরপর ক্রিকেট দলকে নিরাপত্তা দিতে গিয়ে যানবাহন আটকে দেয় পুলিশ। এতে করে যানজটের সৃষ্টি হয়।

ট্রাফিক পুলিশের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন,আমাদের কিছুই করার নেই। বিকাল চারটার পর ব্যস্ত এয়ারপোর্ট রোড ব্লক করা মানে হাজার হাজার মানুষকে ভোগান্তিতে ফেলা-এটা আমরা জানি। সংবর্ধনা দিতে আসা লোকজনের ভিড়ে যানজটের ভয়াবহতা বেড়েছে উল্লেখ করেন তিনি। খিলক্ষেত থানার ওসি জানান, আফগানিস্তান ক্রিকেট দলকে বিমানবন্দর থেকে হোটেল রেডিসনে পৌঁছে দেয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Sirajur Rahman ২২ সেপ্টেম্বর, ২০১৬, ৫:১০ এএম says : 0
I was trapped in a very old bus (which was supposed to be in scrape yard long before, but is still today on the famous route from Dhaka to B Baria) for short while on the same route. I was able to observe that exceptional traffic jam. The police is so powerful in our country. But they said they had nothing to do here. So, where we should get remedy? This road has become highway. Traffic jam of this type is a common thing every day morning and evening in Uttara entrance, Nikunjo, khilkhet, Banani,and so on. Once I had to go to Kamalapur by one bus from Uttara, it took 2:h. 50 minutes to reach Motijheel. Police knows this. So, now they should do something for the oppressed people who get trapped in jams due to this type or other type of incidents (even a accident, break down of clone vehicles in the middle of this highway for example). Trucks , buses, minibuses (quality should not be mentioned) they use hydraulic horns unnecessarily in the Uttara residential area specially after passing Jasimuddin crossing or before reaching this crossing from the other side. I live in this area and can not sleep during night due to horns and also can not open the doors and windows because of the high noise of horns. But hydraulic horns are prohibited in the residential area. These drivers are not fined while doing this prohibited act. Police can start realising fines for the government in huge amount if they start catching these trucks, buses and minibuses. Now this could be only solution of jamming in Uttara and reducing noise pollution in this area. The buses should be allowed to stop at designated places and should not be allowed to overtake each other. Due to their desire of overtaking, they press the horns and also keeps the sustained jam. Only police can do this work without much difficulty. Fine at high rates is the solution. This can reduce the jamming on the streets of the city.
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন