শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

রাজশাহীর বাঘায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মান শ্রমিকের মৃত্যু

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ১২ জুন, ২০২১, ৫:১৭ পিএম

রাজশাহী বাঘার বেংগাড়ি গ্রামে শনিবার সকালে বিদ্যুৎ স্পৃষ্টে মেহেদী হাসান অপু (১৯) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত মেহেদী হাসান অপু লালপুর উপজেলার বাকনা গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।
এ বিষয়ে নিহতের ভাই জানান, মেহেদী হাসান নির্মাণ শ্রমিকের কাজে বেংগাড়ি গ্রামে আনার আলীর বাড়ির ছাদ এর সাটারিং খোলার কাজে যায়। সাটারিং খোলার কাজ করার সময়ে পা ফসকে বিদ্যুৎতের লাইনের উপর পড়ে আহত হয়। আহত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাঘা থানার ওসি নজরুল ইসলাম জানান, খবর পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠিয়ে ছিলাম। কারো কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে। তবে এ বিষয়ে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Md.Fazlur Rahman Mukta ১২ জুন, ২০২১, ৬:৩০ পিএম says : 0
সঠিক মন্তব্য
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন