টেক জায়ান্ট অ্যাপলের পরবর্তী আইফোনে ৩.৫ মিলিমিটারের প্রচলিত হেডফোন জ্যাক থাকবে না এমন গুজব শোনা যাচ্ছে। টেক জায়ান্ট অ্যাপলের পরবর্তী আইফোনে ৩.৫ মিলিমিটারের প্রচলিত হেডফোন জ্যাক থাকবে না এমন গুজব শোনা যাচ্ছে। ৩.৫ মিলিমিটারের জ্যাকের বদলে থাকবে লাইটনিং পোর্ট যার মাধ্যমে সাধারণত চার্জ দেয়া হয়। আর ফলে ফোনটিকে আরও পাতলা করা যাবে আর ডিজাইনেও নিয়া আসা যাবে নতুনত্ব। নতুন রিপোর্ট এমনটাই বলছে। ব্লুটুথ সংযোগের মাধ্যমে হেডফোন দিয়ে মিউজিক শোনা যাবে। এর আগে ২০১২ সালে আইফোন থেকে ৩০-পিন চার্জার বাদ দিয়ে ৮-পিন লাইটনিং পোর্ট যোগ করেছিল অ্যাপল।
মন্তব্য করুন