শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ফতুল্লায় ভেজাল পানীয় তৈরি

গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে : | প্রকাশের সময় : ১৪ জুন, ২০২১, ১২:০০ এএম

ফতুল্লার নিতাইপুর (মামুদপুর) এলাকায় ‘জান্নাত ফুড অ্যান্ড বেভারেজ’ কারখানায় ভেজাল ও মানহীন খাদ্য পানীয় তৈরির কারখানায় অভিযান চালিয়েছে র‌্যাব-১১। এসময় মো. শিমুল তালুকদার নামে এক ব্যক্তিকে ভেজাল ও মানহীন খাদ্য পানীয় তৈরির দায়ে গ্রেফতার করা হয়। ওই কারখানা থেকে বিপুল পরিমাণ ভেজাল ও মানহীন খাদ্য পানীয় জব্দ করা হয়। গতকাল দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১১’র অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মো. শিমুল তালুকদার সরকারি অনুমোদন না নিয়ে কয়েক বছর যাবৎ নারায়ণগঞ্জের ফতুল্লা থানার নিতাইপুর (মামুদপুর) এলাকায় জনৈক আব্দুর রহিমের টিনসেড ঘর ভাড়া নিয়ে ‘জান্নাত ফুড অ্যান্ড বেভারেজ’ নামক কারখানা চালিয়ে আসছিল। বিএসটিআই এর অনুমোদন না নিয়েই বিএসটিআই এর লোগো ব্যবহার করে দীর্ঘদিন যাবৎ ভেজাল ও মানহীন খাদ্য পানীয় জান্নাত ফ্রুটি, সূর্য ম্যাংগো ফ্রুটিসহ বিভিন্ন ধরনের ভেজাল খাদ্য পানীয় উৎপাদন ও বাজারজাত করে আসছে।

গত শনিবার রাতে এ অভিযান পরিচালিত হয়। এসময় মো. শিমুল তালুকদারকে গ্রেফতার করা হয়। কারখানা থেকে বিপুল পরিমাণ ভেজাল ও মানহীন খাদ্য পানীয় এবং পানীয় তৈরির উপকরণ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মো. শিমুল তালুকদারের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন