স্টাফ রিপোর্টার : চলতি বছর ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সাড়ে তিন লাখ শিক্ষার্থী ভর্তি হতে পারবে। ভর্তি প্রক্রিয়া শেষে প্রথম বর্ষের ক্লাস শুরু হবে আগামী ১৫ নভেম্বর থেকে।
গতকাল বুধবার জাতীয় বিশ^বিদ্যালয়ের ভর্তি কমিটির সাধারণ সভায় এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হারুন অর রশিদ। সভায় ভর্তি পরীক্ষা কার্যক্রম শুরু, আসন সংখ্যা, ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরু ইত্যাদি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে আগামী ২৫ সেপ্টেম্বর থেকে। এ সময় সভায় উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু, ট্রেজারার প্রফেসর মো. নোমান উর রশীদ, সকল অনুষদের ডিন, রেজিস্ট্রার ও পরীক্ষা নিয়ন্ত্রক।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন