শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বিক্রি ৫২ হাজার টাকায়

৫২ কেজির বাঘাইড়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ জুন, ২০২১, ১২:০১ এএম

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা বাজারে ৫২ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ বিক্রি করা হয়েছে ৫২ হাজার টাকায়। মাছটি গাইবান্ধার বালাসিঘাটের ধরলা নদীতে ধরা পড়েছে বলে জেলেদের দাবি। সেখান থেকে মাছটি নিয়ে আসা হয় কালীগঞ্জে। গতকাল সোমবার দুপুরে উপজেলার কাকিনা বাজারে ক্রেতাদের কাছে এক হাজার টাকা কেজি দরে বিক্রি করা হয়েছে। আর মাছটি দেখতে সেখানে উৎসুক জনতার ভিড় জমে যায়।
স্থানীয়রা জানান, গাইবান্ধা জেলার ধরলা নদীতে জেলেদের জালে ধরা পড়ে ৫২ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ। সেখানকার বাজারে মাছটির চাহিদা না থাকায় লালমনিরহাটের কাকিনা বাজারে মাছটি বিক্রির জন্য তোলা হয়। মাছটি ক্রয় করতে একক কোনো ক্রেতা না থাকায় জেলেরা মাছটি কেটে এক হাজার টাকা কেজি দরে বিক্রি করেন। সেখানে ৫২ জন ক্রেতা ৫২ হাজার টাকা দিয়ে মাছটি ক্রয় করে ভাগবাটোয়ারা করে নেন।
গাইবান্ধা থেকে মাছ বিক্রি করতে আসা ছাদেক আলী, মোক্তার ও শরিফ বলেন, গাইবান্ধার বালাসিঘাটের ধরলা নদীর তীরে মাছটি ধরেছি। কিন্তু সেখানে দাম কম ও ক্রেতা না থাকায় এখানে এনে বিক্রি করেছি। তারপরেও দাম কম হয়েছে বলে তাদের দাবি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন