শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বাবা-মাকে নির্যাতনের দায়ে ছেলের কারাদন্ড

প্রকাশের সময় : ২২ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ঝিনাইদহ জেলা সংবাদদাতা : পিতা-মাতাকে নির্যাতন করার অপরাধে জেলার হরিণাকুন্ডুতে ছেলে বিল্লাল হোসেন (২১) ৪ মাসের বিনাশ্রম কারাদ- প্রদাণ করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুরে হরিণাকুন্ডু উপজেলার চটকাবাড়ীয়া গ্রামে এ আদালত পরিচালিত হয়। আদালত সূত্রে জানা যায়, চটকাবাড়ীয়া গ্রামের আব্দুস সাত্তার ও তার স্ত্রী সবুরা খাতুনকে শারিরীকভাবে নির্যাতন করতো তার নেশাগ্রস্ত ছেলে বিল্লাল হোসেন। এমন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে ৪ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন