বগুড়া অফিস : বগুড়ার শাজাহানপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দৈনিক মুক্ত সকাল পত্রিকার উপজেলা প্রতিনিধি সাইদুজ্জামান তারার মোটরসাইকেল চুরির পর ১৩ দিন পেরিয়ে গেলেও এখনো মামলা রেকর্ড করেনি থানা পুলিশ। এ ঘটনায় স্থানীয় গণমাধ্যম কর্মীদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর দুপুরে উপজেলার আশেকপুর জোড়া সড়ক এলাকা থেকে সাংবাদিক তারার ডিসকভার ১২৫ সি.সি মোটরসাইকেল চুরি হয়ে যায়। এ ঘটনায় সাংবাদিক তারা বাদী হয়ে ১০ সেপ্টেম্বর থানায় একটি মামলা দায়ের করে। মামলা দায়েরের ১৩ দিন পেরিয়ে গেলেও রহস্যজনক কারণে থানা পুলিশ এখনো মামলাটি রেকর্ড করেনি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন