শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ঝিনাইদহ ফুটবল টিম অপরাজিত চ্যাম্পিয়ন

প্রকাশের সময় : ২২ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ঝিনাইদহ জেলা সংবাদদাতা : ১৯৮৭ সালের রেকর্ড ভেঙে ঝিনাইদহের কালীগঞ্জ সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল ৪৫তম জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতায় ফুটবলে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল বুধবার কুমিল্লা স্টেডিয়ামে তারা দাপটের সাথে  খেলে রাজশাহী বিভাগকে ২-১ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ান হয়। বিজয়ী দলের সুমন একাই দুটি গোল করে দলকে সাফল্যের চূড়ায় নিয়ে যায়। এদিকে কালীগঞ্জ সরকারি নলডাংগা ভূষণ স্কুল অপরাজিত চ্যাম্পিয়ান হওয়ার খবরটি ঝিনাইদহে পৌঁছালে উচ্ছ্বাসে ফেটে পড়ে ক্রীড়াপ্রেমি দর্শকরা। ঝিনাইদহের জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদর, পুলিশ সুপার মিজানুর রহমানসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা ক্ষুদে এই ফুটবল টিমকে অভিনন্দন জানিয়েছেন। এদিকে স্থানীয় এমপি আনোয়ারুল আজিম আনার কালীগঞ্জ সরকারি নলডাংগা ভূষণ স্কুলের ফুটবল টিমকে অভিনন্দন জানিয়ে তাদের বিরোচিত সম্বর্ধনা প্রদানের ঘোষণা দিয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন