লোহাগড়া উপজেলা সংবাদদাতা : নড়াইলের লোহাগড়ায় একটি বিদেশি পিস্তল ও গুলিসহ এনায়েত মুসল্লী নামে এক ছিনতাইকারীকে আটক করেছে ঢাকা র্যাব-২ এর সদস্যরা। পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার রামপুর নিরিবিলি পিকনিক স্পটের পশ্চিম পাশে একটি ছিনতাইকারী দল তাদের পূর্ব টারগেটমত অন্য একটি গাড়িতে ছিনতাইয়ের উদ্দেশ্যে দাঁড়িয়ে থাকে। এ সময় তারা ভুলবশত র্যাবের গাড়িতে ছিনতাইয়ের উদ্দেশ্যে গাড়ির গতি রোধ করে। এ সময় গাড়িতে থাকা ঢাকা র্যাব-২ এর সদস্যরা ধাওয়া দিয়ে উপজেলার চর মঙ্গলহাটা গ্রামের কওছার মুসল্লীর ছেলে এনায়েত মুসল্লী (২৫)কে আটক করে। তার সহযোগী অন্য দু’জন মোটরসাইকেলযোগে পালিয়ে যায়। র্যাব-২ এর কোম্পানি কমান্ডার মেজর আতাউর রহমান জানান, আকটকৃত এনায়েত মুসুল্লী ধাওয়া খেয়ে পাশর্^বর্তী পুকুরে পড়ে যায়। সেখান থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়। সে দীর্ঘদিন ধরে ছিনতাই, ডাকাতি ও অস্ত্র ব্যবসায়ের সাথে জড়িত। তাকে লোহাগড়া থানায় হস্তান্তর করা হয়েছে। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন