ফরিদপুরের নগরকান্দায় মুক্তি বেগম (২৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৭ জুন) সকালে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। মুক্তি উপজেলার জগদিয়া বালিয়া গ্রামের বিল্লাল ফকিরের মেয়ে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, মুক্তি উপজেলার চাঁদহাট গ্রামে খালা বাড়িতে বেড়াতে যায়। পরে রাতে সে গলায় রশি দিয়ে ঝুল দেন। এলাকাবাসী মুক্তিকে উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। তবে, কেন বা কি কারণে আত্মহত্যা করেন এব্যাপরে তাৎক্ষণিক কিছু জানা যায়নি।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য ওই গৃহবধূর লাশটি ফরিদপুরের শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন