শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সুন্দরবনের জন্যে ক্ষতিকর রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ বন্ধ করতে হবে -খেলাফত মজলিস

প্রকাশের সময় : ২২ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে সুন্দরবন ও পরিবেশের জন্যে মারাত্মক ক্ষতিকর বাংলাদেশের স্বার্থবিরোধী রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ বন্ধের দাবী পুনর্ব্যক্ত করা হয়েছে। রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র জীব বৈচিত্র্যের আধার- সুন্দরবনের জন্যে অপূরণীয় ক্ষতির আশংকা ব্যক্ত করে ইউনেস্কোর পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে চিঠি দেয়া হয়েছে। এ প্রকল্পের জন্যে পরিবেশগত প্রভাব সমীক্ষা (ইআইএ)’র গ্রহণযোগ্যতা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে। সুতরাং দেশবাসীর উদ্বেগ ও দাবীর সাথে ইউনেস্কোর উদ্বেগ-আশংকাকে সম্মান দেখিয়ে সরকারের উচিত বাংলাদেশের স্বার্থ বিরোধী এ প্রকল্প বাতিল করে দেয়া। ভারতের স্বার্থ দেখতে গিয়ে নিজ দেশের স্বার্থ ও সুন্দরবনের ক্ষতি কোনভাবেই গ্রহণযোগ্য নয়। গতকাল কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে বক্তারা এ কথা বলেন। সংগঠনের বিজয়নগরস্থ কেন্দ্রীয় কার্যালয়ে নায়েবে আমীর মাওলানা সৈয়দ মজিবুর রহমানের সভাপতিত্বে ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অধ্যাপক এম কে জামান, শেখ গোলাম আসগর, অধ্যাপক আবদুল হালিম, এডভোকেট মো: মিজানুর রহমান, মাওলানা আহমদ আলী কাসেমী, অধ্যাপক মো: আবদুল জলিল, মাওলানা আজিজুল হক প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন