স্ত্রীকে হত্যার দায়ে সিরাজুল ইসলামকে মৃত্যুদণ্ডাদেশ দেন আদালত।প্রাণভিক্ষা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন করলে তার আবেদন মঞ্জুর হয়নি।
১৭ বছর আগে স্ত্রী হত্যার দায়ে সিলেট কেন্দ্রীয় কারাগারে সিরাজুল ইসলাম সিরাজের ফাঁসি কার্যকর করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুন) রাত ১১টায় তার ফাঁসি কার্যকর হয়। সিরাজ হবিগঞ্জ জেলার রাজনগর কবরস্থান এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।
সিলেট কেন্দ্রীয় কারাগারে এটাই প্রথম ফাঁসি কার্যকরের ঘটনা। এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট কেন্দ্রীয় কারাগারের জেল সুপার মোঃ মঞ্জুর হোসেন।
ফাঁসি কার্যকর করে জল্লাদ শাহজাহান। এর আগে শাহজাহানকে সোমবার বিকেলে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে কাশিমপুর কারাগার থেকে সিলেট কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসা হয়।
জেল সুপার মঞ্জুর হোসেন জানান, ফাঁসি কার্যকর করার আগে সিরাজের ইচ্ছে অনুযায়ী তার পরিবারের সাথে দেখা করার ব্যবস্থা করে দেয় কারা কর্তৃপক্ষ।
ফাঁসির মঞ্চে ওঠার আগে সিরাজ খুব শান্ত ছিলেন। কারারীতি অনুযায়ী ফাঁসির মঞ্চে নেওয়ার আগে তাকে গোসল করানো হয়। বৃহস্পতিবার রাত ১০টা ১৫ মিনিটে তওবা পড়ানো হয়। রাত ১১টায় সিরাজের ফাঁসি কার্যকর হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন