বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

করোনার হটস্পট সাতক্ষীরার বড়োবাজার

সাতক্ষীরা জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২১ জুন, ২০২১, ১২:০০ এএম

সাতক্ষীরা সুলতানপুর বড়োবাজারকে করোনার হটস্পট হিসেবে চিহ্নিত করেছে স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্যবিভাগ। গতকাল স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্যবিভাগ এমনটাই জানিয়েছেন গণমাধ্যমকে। করোনা সংক্রমণ ঠেকাতে জেলায় কঠোর লকডাউন চলছে। এর মধ্যে মানুষের সুবিধার জন্য সুলতানপুর বড়োবাজার সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত খোলা রাখা হয়েছে।

কিন্তু অধিকাংশ দোকানদার নিয়ম ভেঙে সারাদিন প্রতিষ্ঠান খোলা রাখছে। ক্রেতা-বিক্রেতা উভয়ই স্বাস্থ্যবিধি না মেনে বাজারে ভিড় করছেন। আজ থেকে প্রশাসন বড়োবাজার মনিটরিং করবে। একই সাথে বাজারের ব্যবস্থাপনা কমিটিকেও এ ব্যাপারে পদক্ষেপ নিতে বলা হয়েছে। এদিকে, সাতক্ষীরায় গতকাল ১১৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে ৫০ জন শনাক্ত হয়েছেন। শনাক্তের হার ৪৩ দশমিক ১ শতাংশ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন