মীরসরাই উপজেলার ইকোনমিক জোন এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। রোববার ২০ জুন রাত সাড়ে ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জাবেদ হোসেন (৩০) ও নাজমুল হোসেন (১২)। অন্যদিকে আহত হয়ে চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন দিদারুল আলম।
বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া।
তিনি বলেন, ‘মীরসরাইয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় তিনজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মধ্যে দুইজনকে মৃত ঘোষণা করেন। লাশ মর্গে পাঠানো হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন