মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বেনাপোলের নোম্যান্সল্যান্ডে বিজিবি ও বিএসএফ যৌথ রিট্রিট সেরিমনি পালিত

প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বেনাপোল অফিস : আজ বৃহস্পতিবার বিকেলে বেনাপোল চেকপোস্ট নোম্যান্সল্যান্ডে বিজিবি ও বিএসএফ যৌথভাবে রিট্রিট সেরিমনি পালন করলো। যৌথ প্যারেড’র মাধ্যমে দু’দেশের পতাকা নামানো ও গেট বন্ধ করার মধ্য দিয়ে পালিত হলো এই অনুষ্ঠান।
অনুষ্ঠানটি উপভোগ করেন ভারত ও বাংলাদেশের ৩০ জন সাংবাদিক। এর আগে দু’দেশের সাংবাদিকরা বেনাপোলসহ ৪টি সীমান্তে বিজিবি ও বিএসএফ’র যৌথ টহল, বর্ডার ম্যানেজমেন্ট, চোরাচালান প্রতিরোধ’র কৌশল সরেজমিনে প্রত্যক্ষ করেন।
অনুষ্ঠানে বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন, বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল ইকবাল হোসেন, ও ২৬ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর লিয়াকত হোসেন ও বিএসএফ’র পক্ষে ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক রাঘবিন্দ ও উপঅধিনায়ক মেজর এসকে সারা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন