খুলনা ব্যুরো : খুলনার রূপসা পূর্বপাড়ে ব্রিজের নিচে ছিনতাইকারীদের গুলিতে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)’র মিকাইল (৩০) ও শিশির (৩২) নামের দুই সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন, তিন রাউন্ড গুলি ও একটি মোটরসাইকেলসহ নগরীর চিহ্নিত ছিনতাইকারী একডজন মামলার আসামী লাভলু মিয়া (২৭) ও বেলাল হোসেন (২৬) গ্রেফতার করা হয়েছে। এসময় অস্ত্রধারী ছিনতাইকারীদের অপর একটি মোটর সাইকেলে তিনজন পালিয়ে যায়। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (এসি) এএম কামরুল ইসলাম জানিয়েছেন।
তিনি জানান, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে নগরীর সাচিবুনিয়া এলাকায় একদল আগ্নেয়াস্ত্রধারী ছিনতায়ের উদ্দেশে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি’র একটি টিম সেখানে যায়। গোয়েন্দা পুলিশের উপস্থিতি টের পেয়ে দু’টি মোটর সাইকেলে ৫ ছিনতাইকারী দ্রæত রূপসা ব্রিজের দিকে রওয়ানা হলে ডিবি’র টিম গাড়ি নিয়ে তাদেরকে ধাওয়া করে।
ছিনতাইকারীদের ৩ জনবাহী মোটরসাইকেলটি পুলিশের চোখ ফাঁকি দিয়ে অত্মগোপনে গেলেও অপরটি রূপসা ব্রিজ পার হয়ে টোল প্লাজার আগে ব্রিজের নিচে নেমে যায়। তারপরে এঘটনা ঘটেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন