শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

লালবাগে গ্যাসের আগুনে শিশুসহ ৪ জন দগ্ধ

প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : রাজধানীর লালবাগের একটি বাসায় গ্যাসের আগুনে শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। তারা হলেন গৃহকর্তা রেজাউল করিম (২৫), তার স্ত্রী রানি বেগম (২৩), দুই মেয়ে আনিতা (৩) ও সানজিদা (২)। বুধবার দিবাগত রাত ২টার দিকে পোস্তার চামড়াপট্টি এলাকার ৭৬/৭৭/২/১ নম্বর হোল্ডিংয়ের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
দগ্ধ রেজাউল করিম জানান, গত বুধবার রাত ২টার দিকে তিনি বাসার রান্নাঘরে গিয়ে দেশলাই দিয়ে সিগারেট ধরাচ্ছিলেন। এ সময় রান্নাঘরে আগুন ধরে যায়। মুহূর্তেই তা অপর রুমেও ছড়িয়ে পড়ে। তাদের চিৎকারে বাড়িওয়ালা জাহাঙ্গীর আলমসহ আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। তারা আগুন নিভিয়ে ফেলেন। জাহাঙ্গীর আলম জানান, ঘটনার সময় বিকট শব্দ শুনে তারা ওই বাড়িতে যান। সেখানে গিয়ে দেখেন আগুন জ্বলছে। পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করা হয়। চকবাজার থানার ওসি শামীম অর রশিদ জানান, তাদের রান্নাঘরের গ্যাসের পাইপটিতে লিক ছিল। রান্নাঘরের পাশে রেজাউল সিগারেট ধরাতে গেলে তখনই ঘরে আগুন লেগে যায়।
ঢাকা মেডিকেল কলেজে বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ সংকর পাল বলেন, রেজাউলের শরীরের ১৪ শতাংশ, রানীর ২৬ শতাংশ, আনিকা খাতুনের ২৬ শতাংশ এবং সানজিদার ৪৭ শতাংশ পুড়ে গেছে। রেজাউল বাদে বাকি তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন