বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

চট্টগ্রামে দুটি ট্রেন দুর্ঘটনায় রেলওয়ের দু’জন বরখাস্ত

প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : চট্টগ্রামের পাহাড়তলী ও ফৌজদারহাটে ট্রেন দুর্ঘটনায় অবহেলার প্রমাণ মেলায় দুই কর্মীকে সাময়িক বরখাস্ত করেছে রেল কর্তৃপক্ষ। তারা হলেন- ফৌজদারহাটের স্টেশন মাস্টার সঞ্জীব দাশ এবং পাহাড়তলী স্টেশনের ট্রেন কন্ট্রোলার শহীদুল আনোয়ার। গত ১৪ সেপ্টেম্বর সংঘটিত দুর্ঘটনা দুটির পর গঠিত তদন্ত কমিটির সুপারিশের প্রেক্ষিতে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানান পূর্ব রেলের মহাব্যবস্থাপক (জিএম) আবদুল হাই। তিনি জানান, তদন্ত প্রতিবেদনে ওই দুইজনের দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেছে। এছাড়া তাদের ভুল সিদ্ধান্তের কারণে ওই দুর্ঘটনা ঘটেছে। তদন্ত কমিটি দুর্ঘটনার জন্য রেললাইনের কোনো সমস্যা পায়নি বলে জানান তিনি। ঈদুল আযহার পরদিন গত ১৪ সেপ্টেম্বর দুপুরে চট্টগ্রামের ফৌজদারহাটে একটি মালবাহী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়। একই দিন বিকালে পাহাড়তলী লেভেল ক্রসিংয়ের কাছে ঢাকামুখী আন্তঃনগর মহানগর গোধূলীর চারটি বগি লাইনচ্যুত হলে ঢাকা-সিলেটের সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ ১০ ঘণ্টা বন্ধ থাকে। দুই দুর্ঘটনার পরপরই পূর্ব রেলের সিওপিএসকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে কর্তৃপক্ষ।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন