লোহাগাড়ায় শাহ আমানত বেকারী ও নবাবী কিচেনকে ১ লক্ষ ২০ হাজার জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুন) ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আহসান হাবীব জিতু এ জরিমানা করেন।
জানা গেছে, উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পুরাতন বিওসি এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী ও খাবার পরিবেশন, বিএসটিআইয়ের লাইসেন্স না থাকায় ও ভূয়া সীল ব্যবহার, নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ৩৯ ধারামতে শাহ আমানত বেকারীর মালিমক মোস্তাক আহমদকে ১ লক্ষ টাকা এবং পদুয়ায় নবাবী কিচেনে লাইসেন্স ও স্বাস্থ্য সনদ না থাকায় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫৩ ধারামতে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার মোহাম্মদ আহসান হাবিব জিতু এ অভিযানের নেতৃত্ব দেন। এসময় উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মুহাম্মদ শের আলী এবং লোহাগাড়া থানার এসআই সামশুদ্দৌহা
নির্বাহী অফিসার মোহাম্মদ আহসান হাবিব জিতু জানান, আইন অমান্য করে ব্যবসা পরিচালনাকারীদের বিরোদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন