করোনার কারণে আর্থ-সামাজিক পরিবর্তনের মুখে বিশ্ব। সেই বদলের ব্যতিক্রম ঘটেনি জাপানেও। টাই দেশের তরুণ মানবসম্পদকে উজ্জীবিত করতে শ্রনীতিতে বদল আনতে সুপারিশ করল জাপান সরকার। পাঁচদিনের জায়গায় সপ্তাহে চারদিন কাজের জন্য বরাদ্দ রাখতে সরকারি ও বেসরকারি সংস্থাগুলোকে উদ্যোগ নিতে বলা হয়েছে সেই সুপারিশে। সম্প্রতি বার্ষিক আর্থিকনীতি প্রকাশ করেছে জাপান সরকার। সেই নীতিতেই এই সুপারিশের উল্লেখ আছে। তবে এটা আবশ্যিক ভিত্তিতে নয়, কর্মীরা চাইলে তবেই সপ্তাহে চার দিন কাজের জন্য বেছে নিতে পারে। সংস্থাগুলোর জন্য এমন পরিসর ছাড়া হয়েছে। জাপানের মানবসম্পদ পরিশ্রমী বেতনভুক। এমন একটা প্রশংসা ছড়িয়ে সাড়া বিশ্বে। পুরুষদের সঙ্গে মহিলারাও নিজেদের যোগ্য মানবসম্পদ হিসেবে তুলে ধরছে সেই দেশে। তাই কর্মজীবনে সামঞ্জস্য রাখতে এই মানবসম্পদকে উজ্জীবিত করতে চায় জাপান সরকার। সেই উদ্যোগের অংশ এই নতুন সুপারিশ।
গোটা বিশ্বের সঙ্গে জাপানও ওয়ার্ক ফ্রম হোম সংস্কৃতি দত্তক নিয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেস।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন