শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

শিক্ষাঙ্গন

রাবিতে মানসিক স্বাস্থ্য দিবস পালিত

প্রকাশের সময় : ১৪ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

“মানসিক স্বাস্থ্য মর্যাদাবোধ : সবার জন্য প্রাথমিক স্বাস্থ্য সহায়তা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয় মনোবিজ্ঞান ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের যৌথ উদ্দ্যোগে মানসিক স্বাস্থ্য দিবসের দুই দিনব্যাপী কর্মসূচি পালিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয় দ্বিতীয় বিজ্ঞান ভবনের সামনে নানা আয়োজনে অনুষ্ঠানটি উদ্বোধন করা হয়। অনুষ্ঠানটি উদ্বোধন করেন বিশ^বিদ্যালয় জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. সাইফুল ইসলাম ফারুকী। দিবসটি উপলক্ষে বিভাগটি ৪টি বিশেষ মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করে। সকাল ১০টা থেকে সাড়ে ১২টা মাইন্ডফুলনেস এবং দুপুর ২টা থেকে সাড়ে ৪টার পর্যন্ত মানসিক চাপ নিয়ন্ত্রণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১০ তারিখ সকাল ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত সুষ্ঠু পালনে সুস্থ শিশু এবং দুপুর ২টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত রাগ নিয়ন্ত্রণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ছাড়াও সর্বসাধারণ রেজিস্ট্রেশনের মাধ্যমে কর্মশালাগুলোতে অংশগ্রহণ করেন। এছাড়াও দ্বিতীয় বিজ্ঞান ভবনের সামনে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রদর্শনী স্টল ও বিভিন্ন মানসিক মূল্যায়ন সেবা সর্বসাধারণের জন্য উন্মুক্ত। এ সময় অনুষ্ঠানে ঢাবির নাসিরুলাহ সাইকো থেরাপি ইউনিট প্রোগাম ডিরেক্টর কামাল উদ্দিন আহমেদ চৌধুরী, মনোবিজ্ঞান বিভাগের সভাপতি ড. নাজমা আফরোজ, প্রফেসর আনওয়ারুল হাসান সুফি, প্রফেসর ড. মাহবুবা কানিজ কেয়া, বিশ^বিদ্যালয় সাবেক প্রক্টর প্রফেসর ড মো. এনামুল হক, সহকারী অধ্যাপক তানজির আহম্মদ তুষার, সহকারী অধ্যাপক আঞ্জুমান শিরিন প্রমুখ উপস্থিত ছিলেন।
ষ শিক্ষাঙ্গন ডেস্ক

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন