শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

চুয়াডাঙ্গায় নতুন ২৪ জনের করোনা শনাক্ত; উপসর্গ নিয়ে ১ জনের মৃত্যু

চুয়াডাঙ্গা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ জুন, ২০২১, ৭:১৬ পিএম

চুয়াডাঙ্গায় নতুন ২৪ জনের করোনা শনাক্ত ও উপসর্গ নিয়ে ১ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তি হচ্ছেন সদর উপজেলার রায়পুকুর গ্রামের রাহাতুল্লাহর ছেলে বাবলু মিয়া (৫০)।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা.এ.এস.এম.ফাতেহ্ আকরাম জানান, জেলায় নতুন শনাক্ত ২৪ জনের মধ্যে দামুড়হুদা উপজেলায় ২২ জন ও জীবননগর উপজেলায় ২ জন। ৬১ জনের নমুনা পরীক্ষা করে ২৪ জন পজিটিভ হয়। পরীক্ষার বিবেচনায় পজেটিভের হার ৩৯.৩৫ শতাংশ ।

এ পর্যন্ত চুয়াডাঙ্গায় আক্রান্ত রোগীর সংখ্যা ২ হাজার ৯৭৭ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ২ জন সুস্থসহ মোট সুস্থ হয়েছেন ২ হাজার ৫১ জন। মারা গেছেন ৯২ জন। বর্তমানে চুয়াডাঙ্গায় মোট করোনা রোগীর সংখ্যা ৮০৪ জন। এর মধ্যে হোম আইসোলেশনে আছে ৭৮৮ জন, হাসপাতালে ভর্তি আছে ৫৭ জন ও রেফার ৩ জন।

এদিকে করোনাভাইরাস সংক্রমণের হার উদ্বেগজনক হারে বাড়ায় চুয়াডাঙ্গা পৌর এলাকা, আলুকদিয়া ইউনিয়ন,দামুড়হুদা এবং জীবননগর উপজেলায় লকডাউন চলছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন