শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

না’গঞ্জে অপহৃত ব্যবসায়ী কক্সবাজারে উদ্ধার

প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জ বন্দর থেকে নিখোঁজ ব্যবসায়ী ইঞ্জিনিয়ার ফারুক আহম্মেদকে (৪২) কক্সবাজারের রামু এলাকায় রাস্তার পাশ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। শুক্রবার ভোরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে তাকে কক্সবাজার সদরে একটি ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।
এদিকে উদ্ধার ব্যবসায়ী ফারুক আহম্মেদের ছবি কক্সবাজারের লোকজন ইন্টানেটে ছেড়ে দিলে সে ছবি দেখে তার পরিচিত খায়রুল নামের এক ব্যক্তি তাকে শনাক্ত করেন।
নিখোঁজ ব্যবসায়ীর স্ত্রী পলি আহম্মেদ জানান, ফারুক আহম্মেদ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে বাড়ি থেকে বের হন। পরে আর বাসায় ফিরেননি তিনি। আত্মীয় স্বজনের বাড়ি, আশপাশের এলাকা হাসপাতাল, থানাসহ বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করে তার কোন সন্ধান মেলেনি। পরে লিপি আহম্মেদ বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার জ্ঞান ফিরেনি। তাকে দ্রæত ঢাকায় আনার প্রস্তুতি চলছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন